সোমবার, ২০ অক্টোবর ২০২৫
সোমবার, ২০ অক্টোবর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কানাইঘাটে ফসলি জমি দখল করে সড়ক নির্মাণের চেষ্টা, বাধা দেয়ায় জমির মালিকের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ এবার একসঙ্গে মাঠে নামছে জামায়াতসহ সমমনা ৮ দল অক্টোবরের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯ হাজার কোটি টাকা বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা হচ্ছে: সালাহউদ্দিন ঢাকায় নারী গণমাধ্যমকর্মীর লাশ উদ্ধার, অপমৃত্যুর মামলা ধর্ম অবমাননার মামলায় ‎নর্থ সাউথের অপূর্বের স্বীকারোক্তি ‎ গোলাপগঞ্জে হাঙ্গার প্রজেক্টের জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্পে সৌদির সহায়তা চান পরিবেশ উপদেষ্টা মনোনয়নপ্রত্যাশীদের মির্জা ফখরুল : সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশ ও কুয়েতের মধ্যে শ্রম সহযোগিতা চুক্তি শিগগিরই
advertisement
আইন-আদালত

ধর্ম অবমাননার মামলায় ‎নর্থ সাউথের অপূর্বের স্বীকারোক্তি ‎

ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ আল-কুরআন অবমাননার মামলায় ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত ছাত্র অপূর্ব পাল রিমান্ড শেষে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রোববার (১৯ অক্টোবর) ঢাকার মেট্টোপলিটন মাজিস্ট্রেট সেফাতুল্লাহর কাছে এই জবানবন্দি প্রদান করেন অপূর্ব। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

পাঁচ দিনের রিমান্ড শেষে আজ অপূর্বকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই চাঁদ মিয়া জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।

‎‎জবানবন্দি রেকর্ড করার আবেদনে বলা হয়, এ আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদে অপূর্ব জানায়, ঘটনার দিন ঘটনাস্থলে ইচ্ছা করে পবিত্র গ্রন্থ কুরআন শরিফ হাতে নিয়ে এসে সকলের সামনে হাত থেকে ফ্লোরের ওপর ফেলে পা দিয়ে পদদলিত করে ধর্মের বিশ্বাসের অবমাননা করে মুসলমানদের অনুভূতিতে আঘাত হানার কথা স্বীকার করেছে। আসামি আদালতেও স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করবে বলে জানায়। এমতাবস্থায় মামলার সুষ্টু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তার স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা বিশেষ প্রয়োজন।

‎‎গত ৪ অক্টোবর রাতে কয়েকটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে, যেখানে অপূর্ব পাল কোরআন অবমাননা করেছেন বলে বিভিন্ন পোস্টে অভিযোগ তোলা হয়। ওই শিক্ষার্থীর ফেসবুক পোস্ট শেয়ার করে তাকে গ্রেপ্তারের দাবিও জানানো হয়। এর মধ্যেই রাত ১টার দিকে অপূর্ব পালের বাসার সামনে জড়ো হতে থাকেন ক্ষুব্ধ অনেকেই। খবর পেয়ে সেখানে গিয়ে ওই শিক্ষার্থীকে হেফাজতে নেওয়ার চেষ্টা করে ভাটারা থানা পুলিশ। প্রথমে তাকে আটক করতে জনতার সহায়তা চায় পুলিশ, জনতার তরফেও পুলিশকে সহায়তার আশ্বাস দেওয়া হয়। একপর্যায়ে পুলিশ অপূর্বকে আটক করে থানায় নিয়ে আসার চেষ্টা করলে উত্তেজিত জনতা অপূর্বকে মারধর শুরু করে। জনতাকে শান্ত করার চেষ্টা করলে তারা পুলিশের ওপরও ক্ষিপ্ত হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ঘটনাস্থলে বাড়তি পুলিশ আসে। মারধরের মধ্যেই পৌনে ৩টার দিকে অপূর্বকে হেফাজতে নিতে সক্ষম হয় পুলিশ।

‎‎পরের দিন এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে অপূর্বকে কারাগারে পাঠানো হয়। এরপর গত ১৪ অক্টোবর আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।

‎অপূর্ব নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি আগেও সাময়িকভাবে বহিষ্কৃত হয়েছিলেন বলে জানিয়েছিলেন একই বিভাগের প্রভাষক আসিফ বিন আলী।

‎মামলা হয়ে কারাগারে যাওয়ার পর অপূর্ব ‘স্থায়ী বহিষ্কার’ করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে ফসলি জমি দখল করে সড়ক নির্মাণের চেষ্টা, বাধা দেয়ায় জমির মালিকের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ

এবার একসঙ্গে মাঠে নামছে জামায়াতসহ সমমনা ৮ দল

অক্টোবরের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯ হাজার কোটি টাকা

বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা হচ্ছে: সালাহউদ্দিন

ঢাকায় নারী গণমাধ্যমকর্মীর লাশ উদ্ধার, অপমৃত্যুর মামলা

ধর্ম অবমাননার মামলায় ‎নর্থ সাউথের অপূর্বের স্বীকারোক্তি ‎

গোলাপগঞ্জে হাঙ্গার প্রজেক্টের জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ

রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্পে সৌদির সহায়তা চান পরিবেশ উপদেষ্টা

মনোনয়নপ্রত্যাশীদের মির্জা ফখরুল : সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে

বাংলাদেশ ও কুয়েতের মধ্যে শ্রম সহযোগিতা চুক্তি শিগগিরই