মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মানুষের সেবায় আজীবন কাজ করার অঙ্গীকার এম এ মালিকের জালালপুরের মনজলাল গ্রামে বিএনপির দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত শহীদ জিয়া ও বাংলাদেশ একে অপরের সমার্থক: মিফতাহ্ সিদ্দিকী কোন ষড়যন্ত্রই আধিপত্যবাদ বিরোধী জনতার বিজয় ঠেকাতে পারবেনা: ফখরুল ইসলাম ছাতকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে র‌্যালি জামালগঞ্জে বিএনপি ও জমিয়তের সাথে কামরুলের মতবিনিময় বিশ্বম্ভরপুরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অবহিতকরণ সভা ‘হ্যাঁ’ ভোট দেওয়ার গুরুত্বের কথা জানালেন প্রধান উপদেষ্টা ভোটে যদি কেউ বাধা দেয়, তাহলে সে শেখ হাসিনা হয়ে যাবে : আসিফ নজরুল শাবিতে উপাচার্যকে অবরুদ্ধ করে বিক্ষোভ চলছে, বিএনপিপন্থি শিক্ষককে ঘিরে ‘দালাল-দালাল’ স্লোগান
advertisement
ইসলাম

‘সম্পর্ক শেষ’ বললে কি তালাক হয়?

প্রশ্ন: আমি একজন মেয়ে। একদিন আমার স্বামীর সঙ্গে একটি বিষয় নিয়ে ঝগড়া হয়, তিনি আমাকে এক পর্যায়ে বলেন যে- তুমি আমার কাছে থাকতে হলে আমার কথা মত চলতে হবে আর নাহলে আমাকে বলে দিবে যে আপনার কথা আমি মানতে পারবো না বা আপনার কথা মতো চলতে পারবো না তাহলে সেই দিন শেষ। 

আমি বললাম যে, কী শেষ? আমার স্বামী বলল, সম্পর্ক শেষ। আমি মানে জানতে চাইলে আমার স্বামী বলে, তোমার আমার রাস্তা আলাদা। এখন আমার প্রশ্ন হলো- এতে কি তালাক হবে? অর্থাৎ এই সম্পর্ক শেষ কথাটি বলার কারণে কি তালাক হবে? 

উত্তর: ‘সম্পর্ক শেষ’ এমন শব্দ যা তালাক ও অন্য অর্থ বহন করে। শরিয়তের পরিভাষায় এজাতীয় শব্দে তালাক দেয়াটাকে বলা হয় ‘কেনায়া তালাক’ বা ইঙ্গিতসূচক শব্দ দ্বারা তালাক। 

আর কেনায়া তালাকের ক্ষেত্রে নিয়ত তথা তালাকের ইচ্ছা থাকা অত্যাবশ্যক। আর কেনায়া তালাক দ্বারা এক তালাকে বায়েন পতিত হয় ৷

সুতরাং যদি কেউ স্ত্রীকে এরূপ কথা বলে এবং তালাকের নিয়ত করে, তবে স্ত্রী তালাক হয়ে যাবে। আর যদি তালাকের নিয়ত না করে তাহলে তালাক হবে না। (ফাতাওয়ায়ে হিন্দিয়া, ১/৩৭৫)

স্ত্রীকে তালাক দিয়ে পুনরায় ফিরে পাওয়ার বিধান কী?

তালাকপ্রাপ্ত স্ত্রীকে ফেরত নেওয়ার (রুজু করার) সঠিক পদ্ধতি নির্ভর করে তালাকের প্রকার ও পরিস্থিতির ওপর।

তালাকের কিছু প্রকার আছে।

১. তালাকে রাজঈ (رجعي طلاق) প্রথম বা দ্বিতীয় তালাক অর্থাৎ স্বামী প্রথম বা দ্বিতীয়বার তালাক দেয় এবং ইদ্দত শেষ হওয়ার আগেই স্ত্রীকে ফেরত নিতে চায়।

এক্ষেত্রে দুইটি বৈধ পদ্ধতি আছে:

ক. মৌখিকভাবে রুজু ঘোষণা করা: যেমন : আমি তোমাকে ফেরত নিলাম, আমি তোমার সঙ্গে সংসার করতে চাই ইত্যাদি বলা।

খ. কার্যত রুজু (রাতবাস): স্ত্রীকে ইদ্দতের মধ্যে সহবাস করা বা সহবাসের নিয়তে স্পষ্টভাবে সংসার শুরু করা এটাও রুজু হিসেবে গৃহীত হয়।

এই রুজু করার জন্য স্ত্রী বা অভিভাবকের সম্মতি লাগবে না, কারণ তালাকে রাজঈতে ইদ্দতের সময় পর্যন্ত স্ত্রী স্বামীর অধীনে থাকে ।

২. তালাকে বাইন (بائن طلاق) যেখানে তালাকের পর সম্পর্ক ছিন্ন হয়ে যায়। অর্থাৎ স্বামী স্ত্রীকে তালাকে বাইন দেয়। বা শর্তযুক্ত তালাক অথবা খোলা করে। তখন ফেরত নিতে চাইলে মোহরসহ নতুনভাবে বিয়ে করতে হবে।

৩. তালাকে মুগাল্লাযা (তৃতীয় তালাক বা একত্রে ৩ তালাক) 

এক্ষেত্রে সরাসরি রুজু বা পুনরায় বিয়ে করার কোনো সুযোগ নেই। কেবল হিল্লা শরীয়ি অর্থাৎ অন্য স্বামীর সঙ্গে বৈধভাবে বিয়ে করে সংসার করার পর, যদি সে তালাক দেয় বা মারা যায় তাহলে ইদ্দত পালনের পরেই প্রথম স্বামী পুনরায় বিয়ে করতে পারবে।

তালাকের ইদ্দত হলো তিন হায়েজ যদি হায়েজ না আসে তাহলে তিন মাস আর গর্ভাবস্থায় হলে সন্তান জন্ম পর্যন্ত।

এই সম্পর্কিত আরো

মানুষের সেবায় আজীবন কাজ করার অঙ্গীকার এম এ মালিকের

জালালপুরের মনজলাল গ্রামে বিএনপির দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

শহীদ জিয়া ও বাংলাদেশ একে অপরের সমার্থক: মিফতাহ্ সিদ্দিকী

কোন ষড়যন্ত্রই আধিপত্যবাদ বিরোধী জনতার বিজয় ঠেকাতে পারবেনা: ফখরুল ইসলাম

ছাতকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে র‌্যালি

জামালগঞ্জে বিএনপি ও জমিয়তের সাথে কামরুলের মতবিনিময়

বিশ্বম্ভরপুরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অবহিতকরণ সভা

‘হ্যাঁ’ ভোট দেওয়ার গুরুত্বের কথা জানালেন প্রধান উপদেষ্টা

ভোটে যদি কেউ বাধা দেয়, তাহলে সে শেখ হাসিনা হয়ে যাবে : আসিফ নজরুল

শাবিতে উপাচার্যকে অবরুদ্ধ করে বিক্ষোভ চলছে, বিএনপিপন্থি শিক্ষককে ঘিরে ‘দালাল-দালাল’ স্লোগান