বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন কাতারে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত নজরুল ইসলাম। বুধবার কাতার হামাদ আন্তর্জাতিক বিমান বন্দরে এই সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান।
এ সময় রাষ্ট্রদূত খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। মহান আল্লাহ তায়ালার কাছে তার সুস্থতা কামনা করেন।
এর আগে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার রাত ১১টা ৪৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছে কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি।