রবিবার, ০৩ আগস্ট ২০২৫
রবিবার, ০৩ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটের প্রখ্যাত চিকিৎসক প্রফেসর ডা. মোহাম্মদ আফজল হোসেন আর বেঁচে নেই সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ০১ কোটি ১১ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক। লাউয়াছড়ায় চলন্ত ট্রেন থেকে পড়ে মহিলার মৃত্যু সুনামগঞ্জে জুলাইয়ের মায়েরা শীর্ষক অনুষ্ঠান দিরাইয়ে মৎস্যজীবী লীগ সভাপতি এহিয়া চৌধুরী গ্রেপ্তার বিশ্বনাথে পরিবেশের স্বার্থে পাবলিক টয়লেট স্থানান্তরের জন্য লিখিত আহ্বান প্রবাসীর সুনামগঞ্জে ইউএসএ বাংলার আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা বিশ্বনাথে এসএসসি ও দাখিল কৃতি শিক্ষার্থীকে ছাত্র মজলিসের সংবর্ধনা কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সম্মেলন সম্পন্ন কুলাউড়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
advertisement
আন্তর্জাতিক

ঠোঁটে ঠোঁট রেখে নতুন বছরকে স্বাগত রাজ-শুভশ্রীর

ঠোঁটে ঠোঁট রেখে নতুন বছরে প্রবেশ করেছেন ওপার বাংলার শুভশ্রী গাঙ্গুলি ও রাজ চক্রবর্তী দম্পতি। পশ্চিমা বিশ্বের যেন এই রীতি। সারা বিশ্ব যখন ২০২৫-কে স্বাগত জানাতে ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে, ঠিক তখনই চুম্বনে ডুব দিয়েছিলেন রাজ-শুভশ্রী। 


ঠিক সেই সময়েই আলোয় আলো হয়ে উঠেছিল পৃথিবীর আকাশ। সাক্ষী থাকলেন রাজ-শুভশ্রীর অনুরাগীরাও। বিশেষ মুহূর্তের ছবি সোশ্যালে শেয়ার করে নিলেন শুভশ্রী।


কিছু দিন আগেই মুক্তি পেয়েছে রাজের ছবি ‘সন্তান’। ছবির সাফল্য সঙ্গে নিয়েই বর্ষবরণ করতে তারা পৌঁছে গিয়েছিলেন ফুকেটে। আলোর সমারোহে ও চুম্বন সহযোগে নতুন বছরকে স্বাগত জানালেন তারকা জুটি। ছবিতে দেখা যাচ্ছে, আকাশ জুড়ে আতশবাজির খেলা। পিছনে সারি সারি মানুষ মত্ত বর্ষবরণে।


কোনো কিছুর শেষ থেকেই শুরু হয় নতুন কিছু: অপুকোনো কিছুর শেষ থেকেই শুরু হয় নতুন কিছু: অপু
রাজ-শুভশ্রী দু’জনের পরনেই এ দিন ছিল সাদা রঙের পোশাক। শুভশ্রীর সিকুইনড সাদা পোশাক যেন নীল আকাশে ধ্রুবতারার মতো। কোথাও আবার রাজের সঙ্গে আলোর খেলা দেখতে ব্যস্ত অভিনেত্রী। এই ছবিতে তারকা দম্পতি ও তার পরিবারকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাদের অনুরাগীরা।


গত বছরও একইভাবে চুম্বন করে ২০২৪-কে স্বাগত জানিয়েছিলেন রাজ ও শুভশ্রী। সেই জন্য বিতর্কের মুখেও পড়েছিলেন বিধায়ক। তবে সেই সবে কান দেন না তারকা জুটি। একাধিকবার জনসমক্ষে পরস্পরকে চুম্বন করেছেন তারা।


এদিকে কিছু দিন আগেই কলকাতার মেট্রো স্টেশনে এক যুগলের চুম্বন দৃশ্য চর্চায় উঠে এসেছিল। বর্ষীয়ান অভিনেত্রী মমতা শঙ্করও এই চুম্বনের বিরুদ্ধে সরব হয়েছিলেন। তিনি দাবি করেছিলেন, জনসমক্ষে চুম্বনের জন্যই নাকি আজকাল ধর্ষণের ঘটনা বাড়ছে। এমনকি চুম্বন নিয়ে পশুদের সঙ্গেও তুলনা টেনে এনেছিলেন তিনি। সেই বিতর্কের মাঝেই রাজ—শুভশ্রীর উষ্ণ চুম্বন বেশ তাৎপর্যপূর্ণ বলাই যায়।

এই সম্পর্কিত আরো

সিলেটের প্রখ্যাত চিকিৎসক প্রফেসর ডা. মোহাম্মদ আফজল হোসেন আর বেঁচে নেই

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ০১ কোটি ১১ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক।

লাউয়াছড়ায় চলন্ত ট্রেন থেকে পড়ে মহিলার মৃত্যু

সুনামগঞ্জে জুলাইয়ের মায়েরা শীর্ষক অনুষ্ঠান

দিরাইয়ে মৎস্যজীবী লীগ সভাপতি এহিয়া চৌধুরী গ্রেপ্তার

বিশ্বনাথে পরিবেশের স্বার্থে পাবলিক টয়লেট স্থানান্তরের জন্য লিখিত আহ্বান প্রবাসীর

সুনামগঞ্জে ইউএসএ বাংলার আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

বিশ্বনাথে এসএসসি ও দাখিল কৃতি শিক্ষার্থীকে ছাত্র মজলিসের সংবর্ধনা

কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সম্মেলন সম্পন্ন

কুলাউড়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা