শতাধিক ফ্যামিলি নিয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো বাংলাদেশি ফ্যামিলিস ইন পর্তুগালের বৈশাখী উৎসব।
পর্তুগালের প্রবাসী নারী উদ্দোক্তাদের অন্যতম প্লাটফর্ম বাংলাদেশি ফ্যামিলিস ইন পর্তুগালের উদ্দোগে অত্যান্ত আনন্দমুখর পরিবেশে দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেলো ১৪৩২ বাংলা বর্ষবরণ উদযাপন।
১৯ এপ্রিল শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলা বর্ষবরণ উপলক্ষে পর্তুগালের আলভিতো পার্কে নতুন বছরকে বরণ করে নিতে শিশুদের খেলাধুলা বড়দের মারবেল দৌড় মহিলাদের শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়ার কোটা খেলা সহ বিভিন্ন আনন্দময় খেলার আয়োজন করে বাংলাদেশি ফ্যামিলিস ইন পর্তুগাল। আয়োজকরা হলেন নারী উদ্দোক্তা বিথী মাইন, রাহিম ফেরদৌসী রিহাজ ,বানি,নয়ন রাফি,নাহাজ
খেলায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান গ্রহণকারীকে পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সিনিয়র কমিউনিটি ব্যক্তিত্ব জনাব রানা তসলিম উদ্দিন প্রধান অতিথির বক্তব্য রাখেন ও আকর্ষণীয় পুরুষ্কার তোলে দেন
বিজয়ীদের মধ্যে।
এই মিলনমেলায় সাংবাদিক,ব্যবসায়ী সম্প্রদায় এবং পর্তুগালে বসবাসকারী বাংলাদেশীদের মিলন মেলায় পরিণত হয়।