✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
আন্তর্জাতিক

মাঝ সমুদ্রে দুই জাহাজের সংঘর্ষ, ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা

যুক্তরাজ্যের উপকূলীয় অঞ্চলে দুটি জাহাজের সংঘর্ষ হয়েছে। দেশটিতে উত্তর সাগরে একটি তেল ট্যাংকার এবং কার্গো জাহাজের মধ্যে সংঘর্ষে বড় বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।

সোমবার ( ১০ মার্চ) দ্য পলিটিকোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর ব্যাপক আকারে উদ্ধার অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় পরিবেশের ভয়াবহ বিপর্যয় নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

বিবিসিকে দেওয়া একটি বিবৃতিতে ব্রিটিশ কোস্টগার্ড নিশ্চিত করেছে যে, সোমবার স্থানীয় সময় সকাল ৯টা ৪৮ মিনিটে সংঘর্ষের খবর পাওয়া গেছে। বিবৃতিতে বলা হয়েছে, এইচএম কোস্টগার্ড বর্তমানে পূর্ব ইয়র্কশায়ারের উপকূলে তেল ট্যাংকার এবং কার্গো জাহাজের মধ্যে সংঘর্ষের খবরের পর জরুরি ব্যবস্থার সমন্বয় করছে।

এতে বলা হয়েছে, হাম্বারসাইড থেকে কোস্টগার্ডের একটি উদ্ধার হেলিকপ্টার অভিযানে অংশ নিতে এগিয়ে আসছে। পাশাপাশি লাইফবোট, একটি কোস্টগার্ড ফিক্সড-উইং বিমান এবং নিকটবর্তী জাহাজগুলোর মধ্যে যেগুলোর অগ্নি নির্বাপক সক্ষমতা রয়েছে, এগিয়ে আসছে। এ ঘটনায় অভিযান অব্যাহত রয়েছে।

বিবিসির দুটি সূত্র জানিয়েছে, সংঘর্ষের পর তেল ট্যাংকারটিতে আগুন লেগে গেছে। তবে এ খবর নিশ্চিত করা সম্ভব হয়নি।

যুক্তরাজ্যের ইয়র্কশায়ারের উপকূলটি অনেক তেল টার্মিনালের জন্য পরিচিত। এ উপকূলে বিদেশি কাঁচামাল প্রক্রিয়া করে পেট্রল এবং অন্যান্য জ্বালানি তৈরি করা হয়।

১৯৮৯ সালে, হাল উপকূলে দুটি তেল ট্যাংকারের সংঘর্ষে উভয় জাহাজে আগুন ধরে যায়। এ ঘটনায় প্রায় ১ লাখ টন কাঁচামাল উপকূলে আছড়ে পড়ার ঝুঁকি তৈরি হয়। এর ফলে সমুদ্রজীবনের জন্য ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হয়। তবে ওই সময়ে শক্তিশালী স্রোত সেই তেল উপকূল থেকে দূরে নিয়ে যায়।

এই সম্পর্কিত আরো