গাজায় আটক জিম্মিদের মুক্তি দিতে হামাসকে ক্রমাগত চাপ দিতে শুরু করেছে ইসরাইল। এ লক্ষ্যে রোববার থেকে উপত্যকাটির বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এতে বলা হয়, ২০ লাখের বেশি জনসংখ্যার উপত্যকাটিতে ত্রাণ সহায়তা প্রবেশে বাধা দেয়ার এক সপ্তাহ পর বিদ্যুৎ বন্ধ করে দেয়ার ঘোষণা দিলেন ইসরাইলের জ্বালানিমন্ত্রী এলি কোহেন।
এক ভিডিও বিবৃতিতে কোহেন বলেন, জিম্মিদের ফিরিয়ে আনতে এবং যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে গাজা থেকে হামাসকে হটাতে আমরা সকল উপায় অবলম্বন করব। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্তটি মূলত বিশুদ্ধ পানি সরবরাহের সঙ্গে ওতপ্রতোভাবে জড়িত। কেননা বিদ্যুৎ না থাকলে মাটির গভীর থেকে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা প্রায় অসম্ভ হয়ে পড়বে। ইসরাইলের সরকার বলছে, তারা পানি সরবরাহ বন্ধ করার বিষয়টিও উড়িয়ে দেয়নি।
২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকেই গাজার অনেকাংশে বিদ্যুৎ বন্ধ করে দেয় ইসরাইল। এরপর থেকে বিদ্যুৎ সরবরাহের জন্য জেনারেটর ও সৌর প্যানেল ব্যবহার করা হচ্ছে। ইসরাইল গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করায় আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে।
এদিকে যুদ্ধবিরতির পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করতে কাতারের দোহায় গিয়েছে ইসরাইলের প্রতিনিধি একটি দল। তেল আবিব চাচ্ছে হামাস যেন যুদ্ধবিরতির প্রথম ধাপ বাড়ানোর জন্য সম্মত হয়। কিন্তু হামাস যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনায় আগ্রহী। আলোচনায় অবশিষ্ট জিম্মি এবং বন্দীদের মুক্তি, ইসরাইলি বাহিনী প্রত্যাহার এবং স্থায়ী যুদ্ধবিরতি অন্তর্ভুক্ত থাকবে।