ভারতের রাজধানী নয়াদিল্লির বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে আম আদমি পার্টির। নিজ আসনে ভোটে হেরে গেছেন দলের প্রধান অরবিন্দ কেজরীওয়ালও। এবার তাকে নিয়ে আক্ষেপ করলেন সমাজকর্মী আন্না হাজারে। তিনি বলেন, নির্বাচনে সাফল্য পেতে কী কী করণীয়, সে বিষয়ে তিনি বার বার বুঝিয়েছেন কেজরীওয়ালকে। কিন্তু তার কথায় গুরুত্ব দেননি আম আদমি পার্টির প্রধান। উল্টো ধন-সম্পদের মধ্যেই আচ্ছন্ন থেকেছেন তিনি।
দিল্লির নির্বাচন প্রসঙ্গে আন্না হাজারে বলেন, নির্বাচনের সময় প্রার্থীর আচরণ এবং ভাবনা চিন্তায় শুদ্ধতা থাকা প্রয়োজন। নির্বাচনে দাঁড়ানোর জন্য কোনও প্রার্থীর জীবন নিষ্কলঙ্ক হওয়া প্রয়োজন। তার জীবনে ত্যাগ থাকা প্রয়োজন। কারও মধ্যে এই গুণগুন থাকলে ভোটারদের মনে বিশ্বাস জন্মায়।
তিনি বলেন, এসব কথা বার বার বলার পরও কেজরীওয়াল পাত্তাই দেননি। তিনি বেশি গুরুত্ব দেন মদের উপর। কেন মদের দোকানের প্রসঙ্গ উঠল? কারণ, তিনি ধনদৌলতের মধ্যে মজে ছিলেন। একারনেই তিনি বিজেপির কাছে হার স্বীকারে বাধ্য হলেন।
দিল্লি বিধানসভায় ৭০ আসনের মধ্যে সরকার গঠনের জন্য ৩৬টি আসন প্রয়োজন হয়। দেশটির ক্ষমতাসীন দল বিজেপি এই আসন নিশ্চিত করেছে। এর মধ্য দিয়ে দুই দশকের বেশি সময় পর দিল্লির মসনদে বসলো নরেন্দ্র মোদির বিজেপি। কেন্দ্রে বিজেপি সরকার গড়লেও খোদ দিল্লির বুকে গত ১১ বছর বিরোধীদের রাজত্ব থেকে গিয়েছিল। গত পরপর দুটি নির্বাচনে জিতেছিল আম আদমি পার্টি (আপ)।
দেশটির নির্বাচন কমিশন প্রকাশিত ফলাফল অনুযায়ী, বিধানসভার ৭০টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৪৮টি। আর ক্ষমতাসীন আম আদমি পার্টি (আপ) পেয়েছে ২২টি আসন। ভোটের হার বাড়লেও কোনো আসন জিততে পারেনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস।
ভারতীয় সংবাদমাধ্যম গুলোর খবর অনুযায়ী, এবারে রাজধানীর বিধানসভা নির্বাচনে মূল লড়াইটা ছিল ক্ষমতায় থাকা আম আদমি পার্টি (আপ) ও বিজেপির মধ্যে। তৃতীয় শক্তি হিসেবে ছিল কংগ্রেস। এই ত্রিমুখী লড়াইয়ে বিপুল জয় পেয়েছে বিজেপি। দিল্লিতে আগের দুটি বিধানসভা নির্বাচনে বিজেপির আসন ছিল এক অঙ্কের ঘরে। অন্যদিকে গত ১০ বছর টানা দিল্লির ক্ষমতায় থেকেছে আপ।
দিল্লিতে বিজেপির বিশাল জয়ে উল্লাস প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এই জয়কে ‘উন্নয়ন এবং সুশাসনের জয়’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি বিজেপির ঐতিহাসিক বিজয়ে সকল স্যালুট এবং অভিনন্দন জানিয়েছেন।
২০১২ সালে আম আদমি পার্টি গঠন করেন অরবিন্দ কেজরীওয়াল। মাত্র ৩ বছরের ব্যবধানে ২০১৫ সালে দিল্লির বিধানসভা নির্বাচন ৬৭ আসনে জয় পেয়ে সরকার গঠন করে তার দল। এরপর ২০২০ সালের নির্বাচনে আম আদমি পার্টি ৬২ আসনে জয় পেয়ে সরকার গঠন করে। তবে এবার হেরে গেছে। আন্না হাজারে মনে করেন- ধন সম্পদের মগ্ন হওয়ার কারণে আম আদমি পার্টির এই ভরাডুবি হয়েছে।