শনিবার, ০১ নভেম্বর ২০২৫
শনিবার, ০১ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট রেলপথ শনিবার অবরোধ সাংবাদিক টিপু ও শিপুর পিতার মৃত্যুতে গোলাপগঞ্জ প্রেসক্লাবের শোক প্রকাশ হিন্দুদের প্রকৃত ভাগ্যোন্নয়নে প্রয়োজন ইসলামী সরকার: গোলাম পরওয়ার দোয়ারাবাজারে দুই নৌকা আটক,উপজেলা প্রশাসনের নীরবতায় প্রশ্ন সরকারি ব্যাংকের পরিচালকদের কর্মক্ষমতার বার্ষিক মূল্যায়ন হবে নীতিনির্ধারণে নমনীয়তা ও নাগরিক দায়িত্বের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার সিলেটে দ্রুত ছড়াচ্ছে স্কেবিস:বাজারের ঔষধ কাজ করছে না বলে অভিযোগ চিকিৎসক দের পলাতক ডিআইজি এহসানুল্লাহর বিষয়ে যা জানা গেল সিলেটের সাংবাদিক ইসলাম, টিপু ও শিপুর পিতার দাফন সম্পন্ন জাকির নায়েকের বাংলাদেশ সফর নিয়ে দিল্লির কড়া প্রতিক্রিয়া
advertisement
আন্তর্জাতিক

শ্রেণিকক্ষে ছাত্রকে বিয়ের নাটক, চাকরি ছাড়লেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

ক্লাসরুমে ছাত্রকে বিয়ের নাটক করে ভাইরাল হওয়া সেই শিক্ষক পদত্যাগ করেছেন। পশ্চিমবঙ্গের মাওলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির (ম্যাকাউট) সেই অধ্যাপক সম্প্রতি ক্লাসরুমে ছাত্রের সঙ্গে অভিনয়ের সময় সিঁদুর পরেন। এরপর সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। 

ভিডিওটি না ছড়ানোর আবেদন জানিয়েছিলেন মনস্তত্ত্ব বিভাগের সেই শিক্ষক। গত শনিবার ম্যাকাউটের রেজিস্ট্রার পার্থপ্রতিম লাহিড়ির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। তিনি জানান, মানসিকভাবে বিপর্যস্ত। যে ভাবে ওই সিঁদুরকাণ্ডের ভিডিও ছড়ানো হচ্ছে, তাতে আর কাজ করা সম্ভব নয়। তার পদত্যাগপত্র পেয়েছেন বলে জানান ম্যাকাউটের রেজিস্ট্রার।তিনি বলেন, ‘নিয়ম মেনে ওই পদত্যাগপত্র উপাচার্যের কাছে পাঠানো হবে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার একমাত্র উপাচার্যেরই আছে।’

২৮ জানুয়ারি থেকে সেই নারী এবং এক ছাত্রের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায়, শিক্ষকের পরনে লাল বেনারসি। গলায় গোলাপ এবং রজনীগন্ধার মালা। তার সিঁথিতে সিঁদুর রাঙিয়ে দিতে দেখা যায় এক ছাত্রকে। ভিডিওটি প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়। ক্লাসরুমে কী ভাবে এই আচরণ করলেন , তা নিয়ে প্রশ্ন ওঠে। বিতর্ক মাথাচাড়া দিতেই ম্যাকাউটের হরিণঘাটা ক্যাম্পাসের ‘অ্যাপ্লায়েড সাইকোলজি’ (ফলিত মনস্তত্ত্ববিদ্যা) বিভাগের প্রধান ওই অধ্যাপিককে ছুটিতে পাঠিয়ে দেন কলেজ কর্তৃপক্ষ।

কী ঘটেছিল তা খতিয়ে দেখার জন্য ম্যাকাউট কর্তৃপক্ষ পাঁচ সদস্যের কমিটি তৈরি করেন। সম্প্রতি সেই কমিটি রিপোর্ট দেয়। তাতে স্পষ্ট উল্লেখ করা হয়, শ্রেণিকক্ষে যে ঘটনা ঘটেছে, তা কোনও পাঠক্রমের অংশ ছিল না। যদিও ওই অধ্যাপিকা দাবি করেন, কলেজের ‘ফ্রেশার্স’ অনুষ্ঠানের জন্য একটি নাটকের পরিকল্পনা করেছিলেন পড়ুয়ারা। বিয়ের দৃশ্যটি ওই নাটকেরই অংশ। তবে ওই অংশটি ভিডিও করে ছড়িয়ে দেওয়ার নেপথ্যে চক্রান্ত রয়েছে বলেই দাবি তার।

এই সম্পর্কিত আরো

সিলেট রেলপথ শনিবার অবরোধ

সাংবাদিক টিপু ও শিপুর পিতার মৃত্যুতে গোলাপগঞ্জ প্রেসক্লাবের শোক প্রকাশ

হিন্দুদের প্রকৃত ভাগ্যোন্নয়নে প্রয়োজন ইসলামী সরকার: গোলাম পরওয়ার

দোয়ারাবাজারে দুই নৌকা আটক,উপজেলা প্রশাসনের নীরবতায় প্রশ্ন

সরকারি ব্যাংকের পরিচালকদের কর্মক্ষমতার বার্ষিক মূল্যায়ন হবে

নীতিনির্ধারণে নমনীয়তা ও নাগরিক দায়িত্বের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

সিলেটে দ্রুত ছড়াচ্ছে স্কেবিস:বাজারের ঔষধ কাজ করছে না বলে অভিযোগ চিকিৎসক দের

পলাতক ডিআইজি এহসানুল্লাহর বিষয়ে যা জানা গেল

সিলেটের সাংবাদিক ইসলাম, টিপু ও শিপুর পিতার দাফন সম্পন্ন

জাকির নায়েকের বাংলাদেশ সফর নিয়ে দিল্লির কড়া প্রতিক্রিয়া