✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বোরো আবাদ ৪০ শতাংশ - কমলগঞ্জে সেচ সংকটে কৃষকরা বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর কমিটি গঠন নবীগঞ্জে ৩ বছর ধরে দুই শিক্ষিকা অনুপস্থিত - ফ্র্যান্সে ও পর্তুগালে অবস্থান করে ক্লাস নেন বাংলাদেশে বিশ্বনাথে স্ত্রীর জানাযার নামাজের পূর্ব মুহুর্তে মারা গেলেন স্বামী ওসমানীনগরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের ৪জন নিহত সিলেট সীমান্তে এবার ভারতীয় গরুর মাংস জব্দ দেশের বর্তমান সংকট সমাধানে গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই: এমরান চৌধুরী ২০২৪ সালে সাহিত্যে নোবেলজয়ী হান ক্যাং কে? উপশহর থেকে প্রতারণার মামলায় দুই সহোদর গ্রেফতার সিলেটে ১৪ হাজার কেজি ভারতীয় চিনিসহ আটক ১
advertisement
আন্তর্জাতিক

ইসরায়েলি কারাগার থেকে ২০০ ফিলিস্তিনির মুক্তি

কারাগার থেকে ২০০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। বন্দি বিনিমিয় চুক্তির আওতায় তাদের মুক্তি দেওয়া হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দিদের স্বাগত জানাতে ও বরণ করতে রামাল্লায় অসংখ্য মানুষ জড়ো হয়েছেন। তারা ফিলিস্তিনের পতাকা উঁচিয়ে ধরে রেখেছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। বন্দিদের বহনকারী বহরকে ঘিরে রেখেছেন তারা।

হামাস জানিয়েছে, গাজা থেকে চার ইসরায়েলি সেনাকে মুক্তি দেওয়া হয়েছে। এর বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ২০০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। এসব বন্দির তালিকা প্রকাশ করেছে হামাস। তালিকায় দীর্ঘদিন কারাভোগকারী এবং দীর্ঘ সাজাপ্রাপ্ত বন্দিরাও রয়েছেন।

আল জাজিরার জানিয়েছে, তালিকাভুক্তদের মধ্যে ১২১ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এবং ৭৯ জন দীর্ঘ মেয়াদের সাজাপ্রাপ্ত রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বয়স্ক বন্দির বয়স ৬৯ এবং সবচেয়ে ছোট বন্দির বয়স ১৫।

এর আগে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে প্রথম দিনে (১৯ জানুয়ারি) তিন জিম্মির বিনিময়ে ইসরায়েল ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়। ওই সময়ে রয়টার্স জানায়, মুক্তি পাওয়া বেশিরভাগ ফিলিস্তিনি বন্দি সম্প্রতি আটক হয়েছেন এবং তাদের বিরুদ্ধে কোনো সাজা ঘোষণা করা হয়নি। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম ধাপে হামাসের হাতে থাকা ৩৩ ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ইসরায়েল তাদের হাতে আটক কয়েকশ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। ছয় সপ্তাহের মধ্যে এ বন্দি বিনিময় শেষ হবে।

এ চুক্তির ফলে গাজার ঘনবসতিপূর্ণ এলাকাগুলো থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের বাড়িঘরে ফিরে যেতে পারবেন। ত্রাণবাহী ট্রাকগুলোকে প্রতিদিন গাজায় প্রবেশ করতে দেওয়া হবে।

চুক্তির দ্বিতীয় ধাপে হামাসের হাতে থাকা বাকি ইসরায়েলি জিম্মিরা মুক্তি পাবেন এবং গাজা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরিভাবে প্রত্যাহার করা হবে। তৃতীয় ধাপে গাজা পুনর্গঠন হবে, যা কয়েক বছর সময় নিতে পারে। এ ছাড়া, মৃত ইসরায়েলি জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া হবে।

এই সম্পর্কিত আরো

বোরো আবাদ ৪০ শতাংশ কমলগঞ্জে সেচ সংকটে কৃষকরা

বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর কমিটি গঠন

নবীগঞ্জে ৩ বছর ধরে দুই শিক্ষিকা অনুপস্থিত ফ্র্যান্সে ও পর্তুগালে অবস্থান করে ক্লাস নেন বাংলাদেশে

বিশ্বনাথে স্ত্রীর জানাযার নামাজের পূর্ব মুহুর্তে মারা গেলেন স্বামী

ওসমানীনগরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের ৪জন নিহত

সিলেট সীমান্তে এবার ভারতীয় গরুর মাংস জব্দ

দেশের বর্তমান সংকট সমাধানে গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই: এমরান চৌধুরী

২০২৪ সালে সাহিত্যে নোবেলজয়ী হান ক্যাং কে?

উপশহর থেকে প্রতারণার মামলায় দুই সহোদর গ্রেফতার

সিলেটে ১৪ হাজার কেজি ভারতীয় চিনিসহ আটক ১