অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির মধ্যেও ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েলি সামরিক বাহিনী।গাজার রাফায় ইসরায়েলি ট্যাংকের গোলায় অন্তত দুজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গত রোববার থেকে গাজায় ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। আগে সেখানে ৪৭ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েল। তবে গাজায় যুদ্ধবিরতি হলেও পশ্চিম তীরে থেমে নেই ইসরায়েলি দখলদার বাহিনীর বন্দুকের নল। এরই মধ্যে ইসরায়েলিদের আগ্নেয়াস্ত্রের গুলিতে একদিনে পশ্চিম তীরে অন্তত ১০ জন নিহত হয়েছেন।
গাজায় যুদ্ধবিরতি শুরু হয় স্থানীয় সময় গত রবিবার বেলা সোয়া ১১টার দিকে। এরপর দুই দিনে অঞ্চলটিতে প্রবেশ করেছে ১ হাজার ৫৪৫ ট্রাক ত্রাণ। এর মধ্যে গত সোমবার মোট ৯ শতাধিক ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করে বলে জানিয়েছে জাতিসংঘ।