বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫
বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
আন্তর্জাতিক

শক্তিশালী বিস্ফোরণে কর্মকর্তাসহ ৩ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় (কেপি) একটি পুলিশ গাড়ির কাছে শক্তিশালী বিস্ফোরণে এএসআই গুল আলমসহ তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

বুধবার (৩ ডিসেম্বর) প্রদেশটির ডেরা ইসমাইল (ডিআই) খান সংলগ্ন পনিয়ালা এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঘটনার পরপরই কেন্দ্রিয় সরকার তীব্র নিন্দা জানায় এবং নিরাপত্তা বাহিনী দ্রুত পাল্টা ব্যবস্থা নেয়।

পুলিশ জানায়, বিস্ফোরণটি একটি টহল গাড়ির একেবারে কাছাকাছি ঘটে। এর ফলে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এএসআই গুল আলম, কনস্টেবল রফিক ও কনস্টেবল সাখি জান শহীদ হন।

সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। অধিক সংখ্যক পুলিশ ফোর্স ও উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছে যায়। ঘটনাটিকে জঙ্গি তৎপরতার সঙ্গে সম্পৃক্ত মনে করে তদন্তের জন্য আলামত সংগ্রহ শুরু হয়েছে।

নকভি ও আফ্রিদির নিন্দা

এদিকে পাকিস্তানের কেন্দ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি ডিআই খানের পুলিশ সদস্যদের ওপর ‘ফিতনা-উল-খাওয়ারিজ’ এর এ হামলার তীব্র নিন্দা জানান। তিনি শহীদদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

মোহসিন নকভি বলেন, শহীদ পুলিশ সদস্যদের বীরত্ব খাইবার পাখতুনখোয়া পুলিশের অটল সংকল্পের প্রতীক; তাদের আত্মত্যাগ ‘চিরস্মরণীয়’ হয়ে থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশের মানুষ শহীদদের পরিবারের পাশে রয়েছে এবং তাদের সেবার প্রতি গভীর শ্রদ্ধা জানায়।

খাইবার পাখতুনখোয়ার (কেপি) মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদিও পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে চালানো এ বিস্ফোরণের নিন্দা জানান।

তিনি গভীর শোক প্রকাশ করে বলেন, এএসআই গুল আলম, কনস্টেবল রফিক এবং ড্রাইভার সাখি জান জাতির গর্ব। তারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন।

মুখ্যমন্ত্রী বলেন, সীমিত সদস্য নিয়েও আমাদের পুলিশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে সামনের সারিতে লড়ছে। এ ধরনের কাপুরুষোচিত হামলা জাতিকে দমিয়ে রাখতে পারবে না।

হামলাকারীদের বিচারের মুখোমুখি করা হবে- এমন প্রতিশ্রুতি দিয়ে সোহাইল আফ্রিদি বলেন, শহীদদের রক্ত বৃথা যাবে না এবং সন্ত্রাসবিরোধী যুদ্ধ আরও দৃঢ় সংকল্পে চলবে।

লাক্কি মারওয়াত ও বান্নুতে আগের দিনও হামলা

এর মাত্র একদিন আগে লাক্কি মারওয়াত ও বান্নুর পৃথক হামলায় আরও দুই পুলিশ সদস্য শহীদ হন। লাক্কি মারওয়াতে একটি পুলিশ টহল দলকে লক্ষ্য করে ঘটানো বিস্ফোরণে একজন শহীদ ও তিনজন আহত হন। আর বান্নুতে অজ্ঞাতনামা হামলাকারীরা আরও একজন পুলিশ সদস্যকে শহীদ করে।

পুলিশ জানিয়েছে, হামলাকারীদের খুঁজে বের করতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

এই সম্পর্কিত আরো