বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫
বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
আজ থেকে দ্বিতীয় অধ্যায় শুরু, প্রধান কাজ নির্বাচন আয়োজন: প্রধান উপদেষ্টা ফিফা র‌্যাংকিংয়ে ২৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ লন্ডনে ভাড়াটিয়াদের তাড়িয়ে ভাড়া বাড়িয়ে বিতর্কে রুশনারা রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি কলিমুল্লাহ কারাগারে প্রবাসীর স্ত্রীদের জীবন যুদ্ধ: একা থাকলেও ভাঙেন না, লড়েই যান দুই দায়িত্বে দিরাই সরকারি হাসপাতাল: কাগজে ৫০ শয্যা হলেও বাস্তবে সেবাশূন্য সুনামগঞ্জে কবির হত্যাকান্ড, ৩ আসামী র‌্যাবের খাঁচায় সুনামগঞ্জে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ উপদেষ্টা পরিষদের বৈঠক - সরকারের চেষ্টা থাকবে সবচেয়ে ভালো নির্বাচন উপহার দেওয়া: প্রেস সচিব
advertisement
আন্তর্জাতিক

ভালো আছেন খালেদা জিয়া

ঢাকা: লন্ডন ক্লিনিকে চিকিৎধীন খালেদা জিয়া ‘অনেকটা বেটার’ আছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আপনারাও পত্র-পত্রিকায় খবর দিচ্ছেন, আমরাও খবর নিয়েছি উনি (খালেদা জিয়া) মানসিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে আলহামদুলিল্লাহ আগের চাইতে অনেকটা বেটার (ভালো)।’

গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনের ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হয়। সেখানে লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন আছেন। লন্ডনে তার সঙ্গে যাওয়া বাংলাদেশের চিকিৎসক টিমের সদস্যদের কাছ থেকে জানা যায়, লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা বাংলাদেশ থেকে যাওয়া চিকিৎসকদের সঙ্গে বসে খালেদা জিয়ার লিভার, কিডনি, হৃদযন্ত্রসহ বিভিন্ন রোগের হিস্ট্রি জেনেছেন এবং যেসব চিকিৎসা পদ্ধতি অনুসরণ করেছে তা সম্পর্কে বিস্তারিত অবহিত হয়েছেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডাম আগের চেয়ে ভালো আছেন। রুটিন বিভিন্ন পরীক্ষাগুলো এখানকার ডাক্তাররা করছেন। যেসব পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে তার রিপোর্টের ফলাফল দেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এখানে উনার চিকিৎসার ধরণে কিছুটা পরিবর্তনও আনা হয়েছে।’

তিনি জানান, তারেক রহমানের বাসা থেকে আনা রান্না করা খাবার খাচ্ছেন। প্রতিদিন সকাল-দুপুর-বিকাল-সন্ধ্যায় এই খাবার হাসপাতালে নিয়ে আসেন তারেক রহমান ও জোবাইদা রহমান নিজে। তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান সার্বক্ষনিক দাদির সঙ্গে সময় কাটাচ্ছেন। দীর্ঘদিন পর নাতনীদের পাশে পেয়ে মানসিকভাবে খুবই খুশি, উৎফুল্ল বোধ করছেন খালেদা জিয়া।

এই সম্পর্কিত আরো

আজ থেকে দ্বিতীয় অধ্যায় শুরু, প্রধান কাজ নির্বাচন আয়োজন: প্রধান উপদেষ্টা

ফিফা র‌্যাংকিংয়ে ২৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ

লন্ডনে ভাড়াটিয়াদের তাড়িয়ে ভাড়া বাড়িয়ে বিতর্কে রুশনারা

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি কলিমুল্লাহ কারাগারে

প্রবাসীর স্ত্রীদের জীবন যুদ্ধ: একা থাকলেও ভাঙেন না, লড়েই যান দুই দায়িত্বে

দিরাই সরকারি হাসপাতাল: কাগজে ৫০ শয্যা হলেও বাস্তবে সেবাশূন্য

সুনামগঞ্জে কবির হত্যাকান্ড, ৩ আসামী র‌্যাবের খাঁচায়

সুনামগঞ্জে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

উপদেষ্টা পরিষদের বৈঠক সরকারের চেষ্টা থাকবে সবচেয়ে ভালো নির্বাচন উপহার দেওয়া: প্রেস সচিব