পঞ্চাশ বছরের প্রচেষ্টা ও পরিশ্রমের পর বিশ্বের সবচেয়ে ভারী ও বড় কুমড়া উৎপাদন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছেন ব্রিটিশ দুই ভাই ইয়ান প্যাটন ও স্টুয়ার্ট প্যাটন।
ইংল্যান্ডের হ্যাম্পশায়ারের লিমিংটন এলাকার এই সহোদর গত পাঁচ দশক ধরে বিশাল আকৃতির সবজি চাষে নিয়োজিত। চলতি বছর তারা উৎপাদন করেছেন ২,৮১৯ পাউন্ড ৪ আউন্স (প্রায় ১,২৭৮ কেজি) ওজনের এক বিশাল কুমড়া।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ জানিয়েছে, এটি শুধু বিশ্বের সবচেয়ে ভারী কুমড়াই নয় বরং আয়তনেও সবচেয়ে বড়। কুমড়াটির পরিধি ২১ ফুট ৩.৮ ইঞ্চি। দুই ভাই আদর করে কুমড়াটির নাম দিয়েছেন ‘মাগল’।
রেকর্ড যাচাই ও পরিমাপের দায়িত্বে ছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মকর্তা সেবাস্টিয়ান সাস্কি।
তিনি বলেন, ইয়ান ও স্টুয়ার্ট প্যাটন বহু বছর ধরে বিশাল আকারের সবজি চাষীদের অনুপ্রেরণা জুগিয়ে আসছেন। এবার তাদের নিজেদের নাম রেকর্ডবুকে দেখা আমাদের সবার জন্যই এক বিশেষ মুহূর্ত।