যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও আজ ইসরাইলি হামলায় অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসা সূত্রে জানা গেছে।
নাসের মেডিকেল কমপ্লেক্সের কর্মকর্তারা জানিয়েছেন, ইসরাইলি হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে একজন বৃহস্পতিবার সকালে খান ইউনুসের বানি সুওহাইলা এলাকায় ইসরাইলি ড্রোন হামলায় প্রাণ হারান। অপরজন দুই দিন আগে গাজা সিটির কলেজ অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কাছে গুলিবিদ্ধ হয়ে আহত হন এবং আজ তার মৃত্যু হয়।
এর আগে সকালে বানি সুওহাইলা এলাকায় ড্রোন হামলায় দুইজন আহত হন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর ছিল বলে জানা গেছে।
এদিকে, দখলকৃত জেরুজালেমের উত্তরের আর-রাম শহরে ইসরাইলি সেনাদের গুলিতে আরও একজন ফিলিস্তিনি আহত হয়েছেন বলে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে। ওয়াফা, ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে।
সাম্প্রতিক মাসগুলোতে বিচ্ছিন্নতা প্রাচীরের আশপাশে ইসরাইলি বাহিনী সাধারণ নাগরিকদের ওপর হামলা বৃদ্ধি করেছে, যার ফলে বহু হতাহতের ঘটনা ঘটছে। গতকালও প্রাচীরের কাছে ইসরাইলি সেনাদের মারধরে ৫৭ বছর বয়সী সেলিম আবু আইশা নিহত হন।