বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সারাদেশ

বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টায় মনোনয়ন বঞ্চিত চার প্রার্থীর কর্মী-সমর্থকরা ও সাধারণ মানুষ এ মশাল মিছিল করেন।

মিছিলটি নান্দাইল উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে নতুন বাজার, কলেজগেট মোড় প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড হয়ে সমূত্ত’ জাহান মহিলা ডিগ্রি কলেজ সামনে গিয়ে শেষ হয়। মিছিলে নান্দাইল উপজেলার সহস্রাধিক বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। এসময় ইয়াসের খান চৌধুরীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে নানা স্লোগান দেন তারা। 

উল্লেখ্য, ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী। আর মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা হলেন- ১. মামুন বিন আবদুল মান্নান ২. মেজর জেনারেল (অব) আনোয়ারুল মোমেন ৩. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম শামস (সূর্য) ৪. নাসের খান চৌধুরী। গত ৩রা নভেম্বর মনোনয়ন ঘোষণা পর থেকেই টানা প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছে মনোনয়ন বঞ্চিত এসব প্রার্থীর সমর্থকরা।

এই সম্পর্কিত আরো