বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫
বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সারাদেশ

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

২৫ লাখ টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার করা হয়েছে বিএম মোজাম্মেল হককে। তিনি শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

বুধবার (৩ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন আহমেদ এই আদেশ দেন।

নথি থেকে জানা গেছে, ২০১৫ সালে আওয়ামী লীগ নেতা বিএম মোজাম্মেল হক ধানমন্ডির একটি অফিসে ব্যবসায়ী খলিলুর রহমানকে ডেকে আনেন। সেখানে ছাত্রলীগ-যুবলীগের লোকজনের মাধ্যমে চাপ প্রয়োগ করে নির্বাচনি খরচ বাবদ তার কাছে ২৫ লাখ টাকা দাবি করা হয়। তিন দিনের মধ্যে টাকা না দিলে তাকে গুম করার হুমকি দেওয়া হয়।

খলিলুর রহমান আরও অভিযোগ করেন, এরপরের নির্বাচনে শরীয়তপুরে তার ব্যবসার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ব্যবসায়ী সমিতির মাধ্যমে চাপ সৃষ্টি করা হয় এবং হুমকি-ধমকির কারণে তিনি ব্যবসা বন্ধ করতে বাধ্য হন।

গত ৫ অক্টোবর রাজধানীর নিকেতন এলাকা থেকে বিএম মোজাম্মেল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এই সম্পর্কিত আরো