শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রায় ১০ মাস ধরে দলীয় ব্যানারে ছাত্ররাজনীতি নিষিদ্ধ রয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন সামনে রেখে দলীয় ব্যানারে ছাত্ররাজনীতির চালুর বিষয়ে সুপারিশ করেছে প্রক্টরিয়াল বডি।
এর আগে গত বছরের ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে ক্যাম্পাসে দলীয় ব্যানারে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে। নিষেধাজ্ঞা সত্ত্বেও দলীয় ব্যানারে একাধিক কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। একই সঙ্গে ভিন্ন নামে কর্মসূচি নিয়ে সক্রিয় ছিলেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা। নবীনবরণ উপলক্ষে ছাত্র ইউনিয়নও একটি কর্মসূচি করে। নিষেধাজ্ঞা থাকায় ছাত্রসংগঠনগুলো দলীয় ব্যানারে ছাত্ররাজনীতি চালুর বিষয়ে দাবি জানিয়ে আসছে একাধিকবার।
প্রক্টরিয়াল কমিটি সূত্রে জানা, ক্যাম্পাসে দলীয় ব্যানারে রাজনীতি উন্মুক্ত করার জন্য সুপারিশ করা হয়েছে। তবে একাডেমিক ভবন বা অনুষদে কোনো কর্মসূচি (মিছিল ও বৈঠক) ও কমিটি দিতে পারবে না ছাত্রসংগঠনগুলো। যাতে একাডেমিক কার্যক্রমে কোনো ব্যাঘাত না ঘটে, এ জন্য সেখানে রাজনৈতিক কার্যক্রম বন্ধ থাকবে। এ ছাড়া আবাসিক হলে রাজনৈতিক কর্মসূচি যেমন মিছিল নিষিদ্ধের বিষয়েও সুপারিশ করা হয়েছে। হল ছাত্র সংসদ নির্বাচন হলে রাজনীতি চালু থাকা প্রয়োজন, ফলে ছাত্ররাজনীতি সেখানে শুধু কমিটি থাকবে, এমন সুপারিশও রয়েছে।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল কমিটির সভাপতি ও ছাত্র উপদেশ নির্দেশনা পরিচালক মো. এছাক মিয়া বলেন, প্রক্টরিয়াল কমিটি থেকে ছাত্ররাজনীতি চালুর বিষয়ে সুপারিশ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিয়ন্ত্রিত বা কিছু শর্ত জুড়ে দিয়ে ছাত্ররাজনীতির চালুর বিষয়ে সুপারিশ করা হয়েছে। কর্তৃপক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোখলেসুর রহমান বলেন, ছাত্ররাজনীতি উন্মুক্ত হলেও কিছু শর্ত রয়েছে। তবে রাজনীতি চালু হলে ছাত্রসংগঠনগুলো কর্মসূচি করার আগে অবশ্যই প্রক্টরিয়াল কমিটি থেকে অনুমতি নিতে হবে।