চীনা সরকারের আয়োজিত ছয় দিনের কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিতে চীন যাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী তানিম ইবনে বারি খান। তিনি বিশ্ববিদ্যালয়ের পলিটিকাল স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
বাংলাদেশি ১৯ সদস্যের যুব প্রতিনিধিদলের একজন হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। আগামী ২০–২৫ আগস্ট গুয়াংঝো ও শেনজেন শহরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেবেন তানিম।
প্রতিনিধিদলের সফরসূচিতে রয়েছে গুয়াংডং জাদুঘর, ক্যান্টন টাওয়ার, সাউথ চায়না ইউনিভার্সিটি অব টেকনোলজি, হারবিন ইনস্টিটিউট অব টেকনোলজি, হুয়াকিয়াংবেই টেক মার্কেট, বিওয়াইডি প্রদর্শনী কেন্দ্র এবং শেনজেন বে টেক ইকো পার্ক পরিদর্শন। সফর শুরু হবে ২০ আগস্ট ঢাকার বারিধারায় অবস্থিত চীনা দূতাবাসে ব্রিফিং সেশনের মাধ্যমে।
বাংলাদেশস্থ চীনা দূতাবাস আন্তর্জাতিক বিমান, আবাসন, খাবার ও স্থানীয় যাতায়াত খরচ বহন করবে। তবে ভিসা, অতিরিক্ত লাগেজ ও ব্যক্তিগত খরচ প্রতিনিধিদের বহন করতে হবে।
২০ জন প্রার্থীর মধ্য থেকে একাডেমিক ফলাফল, সহশিক্ষা কার্যক্রম ও ইংরেজি দক্ষতার ভিত্তিতে বাছাই প্রক্রিয়া শেষে তানিম চূড়ান্তভাবে মনোনীত হন।
এর আগে তানিম একাডেমিক পড়াশোনার পাশাপাশি তানিম স্বেচ্ছাসেবামূলক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তিনি শাবিপ্রবির চাইনিজ কর্নার, ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সিলেট কমিটি, পলিটিকাল স্টাডিজ সোসাইটি (পিএসএস) ও ময়মনসিংহ ছাত্র কল্যাণ সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া চা সামিট ও রক্তদান কার্যক্রমেও যুক্ত ছিলেন তিনি। এসব অভিজ্ঞতাই তাকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রতিনিধিত্বের যোগ্যতা দিয়েছে।