বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শ্রীলঙ্কাকে সমর্থন করা নিয়ে লিটন বললেন, দেখা যাক রোগী মৃত্যুকে কেন্দ্র করে ইবনে সিনা হাসপাতালে ভাঙচুর-সংঘর্ষ বিএনপি সবসময় নারী জাগরণ ও অগ্রযাত্রায় অঙ্গীকারবদ্ধ -ইলিয়াসপত্নী লুনা কোম্পানীগঞ্জে সরকারি বালু লুটপাটের অভিযোগে ইউপি সদস্য সাময়িক বহিষ্কার পদত্যাগ করলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হক নির্বাচনি সীমানা পুনর্নির্ধারণ: ফরিদপুর-৪ আসন ফিরিয়ে দিতে হাইকোর্টের রুল বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল ও ভবিষ্যতমুখী সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর পোশাকের নিচের তিলের খবরও জানে এআই! উচ্চ বা নিম্ন কোনো কক্ষেই পিআর পদ্ধতি চায় না বিএনপি
advertisement
ক্যাম্পাস

রাবিপ্রবির ১০ ছাত্রলীগ নেতাকে স্থায়ী বহিষ্কার

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ১০ ছাত্রলীগ নেতাকে স্থায়ী বহিষ্কার ও সনদ বাতিল করা হয়েছে। জুলাই-চব্বিশ গণঅভ্যুত্থানে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা, নির্যাতন ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের র্যাগিংসহ নানা অভিযোগের ভিত্তিতে তাদের রিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে রাবিপ্রবি প্রশাসন।

বহিষ্কৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) বিশ্বজিৎ শীল সাগর, সাইদুজ্জামান পাপ্পু, মহিউদ্দিন মুন্না, আবির, হাসু দেওয়ান, জাকির হোসেন, ম্যানেজমেন্ট বিভাগের জাহাঙ্গীর আলম অপু, আকিব মাহমুদ, অন্তু কান্তি দে ও রিয়াদ তালুকদার।

উপাচার্য অধ্যাপক ড. আতিয়ার রহমান জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার (৩০ জুলাই) তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃপক্ষ। তারা জুলাই-আগস্ট ও তার আগে-পরে ছাত্র নামধারী যেসব সন্ত্রাসী শিক্ষার্থীদের ওপর অত্যাচার, নিপীড়ন ও নির্যাতন চালিয়েছে তাদের বিরুদ্ধে এমন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে আমি যোগদানের পরই একটি তদন্ত কমিটি গঠন করেছিলাম। কমিটি বিস্তারিত তদন্তে তথ্য-উপাত্ত ও প্রমাণাদি সংগ্রহ করে প্রতিবেদন দিয়েছে। এ প্রতিবেদনের ওপর ভিত্তি করে রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, অভিযুক্তদের কাউকে স্থায়ী বহিষ্কার, আবার যারা অপরাধে যুক্ত ছিলেন কিন্তু ছাত্রত্ব শেষ করেছেন তাদের সনদ বাতিল করে দেওয়া হয়েছে।

অপরপক্ষে বহিষ্কৃতদের মধ্যে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আকিব মাহমুদ বলেন, চব্বিশের জুলাই-আগস্টে এমন কোনো ঘটনা ক্যাম্পাসে ঘটেনি, যে কারণে আমাদের বহিষ্কার করা হতে পারে। ক্যাম্পাসে কোটার দাবিতে একদিন বৈষম্যবিরোধী ব্যানারে কর্মসূচি পালিত হয়েছে, সেদিনও কিছুই হয়নি। আমরা সম্পূর্ণভাবে ভিসি ও ছাত্রদল-শিবিরের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। একদিন নিশ্চয়ই এ অবিচারের বিচারও হবে।

এই সম্পর্কিত আরো

শ্রীলঙ্কাকে সমর্থন করা নিয়ে লিটন বললেন, দেখা যাক

রোগী মৃত্যুকে কেন্দ্র করে ইবনে সিনা হাসপাতালে ভাঙচুর-সংঘর্ষ

বিএনপি সবসময় নারী জাগরণ ও অগ্রযাত্রায় অঙ্গীকারবদ্ধ -ইলিয়াসপত্নী লুনা

কোম্পানীগঞ্জে সরকারি বালু লুটপাটের অভিযোগে ইউপি সদস্য সাময়িক বহিষ্কার

পদত্যাগ করলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হক

নির্বাচনি সীমানা পুনর্নির্ধারণ: ফরিদপুর-৪ আসন ফিরিয়ে দিতে হাইকোর্টের রুল

বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল ও ভবিষ্যতমুখী সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা

পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

পোশাকের নিচের তিলের খবরও জানে এআই!

উচ্চ বা নিম্ন কোনো কক্ষেই পিআর পদ্ধতি চায় না বিএনপি