চলতি বছরের একাদশ শ্রেণিতে ভর্তির ভর্তির আবেদন শুরু হবে ৩০ জুলাই থেকে। ভর্তি প্রক্রিয়া চলবে আগামী ৭ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। আর ক্লাস শুরু হবে ১৫ সেপ্টেম্বর। বরাবরের মতো এবারও শিক্ষার্থীদের ফলের ভিত্তিতে অনলাইনে ভর্তির আবেদন করতে হবে। তিন পর্যায়ে আবেদন গ্রহণ করা হবে।
আজ বৃহস্পতিবার প্রকাশিত একাদশে ভর্তির নীতিমালা থেকে এসব তথ্য জানা যায়।
এতে বলা হয়, আগামী ৩০ জুলাই থেকে ১১ অগাস্ট পর্যন্ত প্রথম পর্যায়ের আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।
১২ অগাস্ট প্রথম পর্যায়ের আবেদন যাচাই, বাছাই ও নিষ্পত্তি করা হবে। ১৩ ও ১৪ অগাস্ট পুনঃনিরীক্ষণে ফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে। ১৫ অগাস্ট পছন্দক্রম পরিবর্তনের সুযোগ পাবেন ভর্তিচ্ছুরা।
এরপর ২০ অগাস্ট রাত ৮টায় প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর ২২ অগাস্ট রাত ৮টার মধ্যে প্রথম পর্যায়ে নির্বাচিতদের নির্বাচন নিশ্চায়ন করতে হবে। নিশ্চায়ন না করলে প্রথম পর্যায়ে নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে। পরে নতুন করে ফি দিয়ে আবেদন করতে হবে।
২৩-২৫ অগাস্ট দ্বিতীয় পর্যায়ের ও ৩১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে। ২৮ অগাস্ট রাত ৮টায় দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল ও প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। ২৯ ও ৩০ অগাস্ট দ্বিতীয় পর্যায়ের নির্বাচন নিশ্চায়ন করতে হবে। ৩ সেপ্টেম্বর রাত ৮টায় তৃতীয় পর্যায়ের আবেদনের ফল ও দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে।
৪ অগাস্ট তৃতীয় পর্যায়ের নির্বাচন নিশ্চায়ন করতে হবে। ৫ অগাস্ট সর্বশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে।
অনলাইনে আবেদন প্রক্রিয়া
অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা একাদশে ভর্তির আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদনের ক্ষেত্রে ২২০ টাকা আবেদন ফি জমা দিয়ে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।