বুধবার, ২৩ জুলাই ২০২৫
বুধবার, ২৩ জুলাই ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
ক্যাম্পাস

২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আগামী বৃহস্পতিবার (২৪ জুলাই) অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আজ মঙ্গলবার (২২ জুলাই) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৫-এর পরীক্ষাটি অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। ২৪ জুলাই স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেওয়া হবে।

রুটিন অনুযায়ী ওই দিন (২৪ জুলাই) অর্থনীতি প্রথম পত্র/প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এর আগে গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে আজকের (মঙ্গলবারের) পরীক্ষা স্থগিত হওয়ার কথা জানান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান গতকাল বেলা ১টার কিছুক্ষণ পর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এ ঘটনায় অন্তত ৩১ জন নিহত হয়েছে। আহত হয়েছে দেড় শতাধিক। আর এ ঘটনায় আজ এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়।

এদিকে শিক্ষার্থীদের তোপের মুখে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে। আজ বিকেলে ফেসবুকে এক পোস্টে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এ খবর জানান।

বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণহানির পর মঙ্গলবারের এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিলের দাবি করেছিল শিক্ষার্থীরা। রাত পর্যন্ত পরীক্ষা স্থগিতের কোনো সিদ্ধান্ত না এলেও রাত পৌনে ৩টার দিকে সিদ্ধান্ত জানান তথ্য উপদেষ্টা।

এরপরেও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবিতে আজ সচিবালয়ের সামনে অবস্থান নেয় এবং একপর্যায়ে তারা পুলিশের বাধা উপেক্ষা করে সচিবালয়ে ঢুকে পড়ে। এরপরেই শিক্ষাসচিবকে প্রত্যাহারের খবর জানান তথ্য উপদেষ্টা।

এই সম্পর্কিত আরো