বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শ্রীলঙ্কাকে সমর্থন করা নিয়ে লিটন বললেন, দেখা যাক রোগী মৃত্যুকে কেন্দ্র করে ইবনে সিনা হাসপাতালে ভাঙচুর-সংঘর্ষ বিএনপি সবসময় নারী জাগরণ ও অগ্রযাত্রায় অঙ্গীকারবদ্ধ -ইলিয়াসপত্নী লুনা কোম্পানীগঞ্জে সরকারি বালু লুটপাটের অভিযোগে ইউপি সদস্য সাময়িক বহিষ্কার পদত্যাগ করলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হক নির্বাচনি সীমানা পুনর্নির্ধারণ: ফরিদপুর-৪ আসন ফিরিয়ে দিতে হাইকোর্টের রুল বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল ও ভবিষ্যতমুখী সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর পোশাকের নিচের তিলের খবরও জানে এআই! উচ্চ বা নিম্ন কোনো কক্ষেই পিআর পদ্ধতি চায় না বিএনপি
advertisement
ক্যাম্পাস

ফের পেছাল জাকসু নির্বাচন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন আবারও পিছিয়ে গেছে। চলতি বছরের জুলাইয়ে শিক্ষার্থীদের ওপর সংঘটিত হামলায় জড়িতদের বিচার কার্য শেষ না হওয়ায় নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন সম্ভব হয়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জাকসু নির্বাচন নিয়ে বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে শিক্ষার্থী, প্রশাসন ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে শুরু এক মতবিনিময় সভা। দীর্ঘ ১০ ঘণ্টার টানা আলোচনার পর রাত দেড়টার দিকে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান আগামী ১১ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠানের নতুন সম্ভাব্য তারিখ ঘোষণা করেন।

এ সময় শিক্ষার্থীরা জুলাই হামলায় জড়িতদের নির্ধারিত সময়ে বিচার কাজ শেষ না করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অভিযুক্ত করা হয়। একপর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিচার কার্য সম্পন্ন করার জন্য পুনরায় সময় চান। এরপর উপস্থিত সকলের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা শেষে উপাচার্য বিচার ও জাকসু নির্বাচনের নতুন রোডম্যাপ  ঘোষণা করেন।

ঘোষিত নতুন রোডম্যাপ অনুযায়ী, আগামী ৪ আগস্টের মধ্যে জুলাই হামলায় জড়িত ছাত্রলীগের সাময়িক বহিষ্কৃতদের চূড়ান্ত বিচার নিশ্চিত হবে। ৩১ আগস্ট হামলায় বিভিন্নভাবে জড়িত শিক্ষকদের চূড়ান্ত বিচার সম্পন্ন করা হবে এবং সম্ভাব্য আগামী ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

পূর্ব ঘোষিত নির্বাচনী তফসিল বাতিল হওয়ায় আগামী ২০ আগস্ট নতুন করে আবার নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে বলে জানানো হয়।

জাকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বলেন, ‘এ প্রশাসন জাকসু নিয়ে শুরু থেকে টালবাহানা করে আসছে। আমরা শেষ বারের মতো এ প্রশাসনকে সুযোগ দিচ্ছি। নতুন ঘোষিত তারিখের মধ্যে প্রশাসন যদি জুলাই হামলায় জড়িতদের বিচার নিশ্চিত ও জাকসু নির্বাচন করতে না পারে তাহলে আমরা ছেড়ে কথা বলব না।’

গণতান্ত্রিক ছাত্রসংসদ জাবি সংসদের আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বার বার জুলাই গণঅভ্যুত্থানে হামলাকারীদের বিচার আর জাকসু নির্বাচন মুখোমুখি করার চেষ্টা করেছে। এর আগেও একই ইস্যুতে কয়েক দফা জাকসু নির্বাচন পেছানো হয়েছে, আবারও পেছাল। তবুও শেষবারের মতো গণঅভ্যুত্থান পরবর্তী এ প্রশাসনের ওপর আমরা আরেকবার আস্থা রাখতে চাই। আমরা মনে করি, এ প্রশাসন বিগত স্বৈরাচারী সরকারের মদদপুষ্ট প্রশাসনের মতো শিক্ষার্থীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না।

এই সম্পর্কিত আরো

শ্রীলঙ্কাকে সমর্থন করা নিয়ে লিটন বললেন, দেখা যাক

রোগী মৃত্যুকে কেন্দ্র করে ইবনে সিনা হাসপাতালে ভাঙচুর-সংঘর্ষ

বিএনপি সবসময় নারী জাগরণ ও অগ্রযাত্রায় অঙ্গীকারবদ্ধ -ইলিয়াসপত্নী লুনা

কোম্পানীগঞ্জে সরকারি বালু লুটপাটের অভিযোগে ইউপি সদস্য সাময়িক বহিষ্কার

পদত্যাগ করলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হক

নির্বাচনি সীমানা পুনর্নির্ধারণ: ফরিদপুর-৪ আসন ফিরিয়ে দিতে হাইকোর্টের রুল

বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল ও ভবিষ্যতমুখী সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা

পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

পোশাকের নিচের তিলের খবরও জানে এআই!

উচ্চ বা নিম্ন কোনো কক্ষেই পিআর পদ্ধতি চায় না বিএনপি