সোমবার, ২৮ জুলাই ২০২৫
সোমবার, ২৮ জুলাই ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
ক্যাম্পাস

জবির বাসে র‌্যাগিং প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেবে প্রশাসন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) যানবাহনে যাতায়াতকারী ছাত্রছাত্রী র্যাগিংয়ের সঙ্গে জড়িত প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের পরিবহণ প্রশাসক ড. তারেক বিন আতিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীর আগমন উপলক্ষ্যে সাম্প্রতিক সময়ে নবীন শিক্ষার্থীদের বিভিন্নভাবে হেনস্তা করা হচ্ছে। ফলে অনেক ছাত্র-ছাত্রী ক্লাসে মনোনিবেশ করতে পারছেন না। এ ধরনের কার্যক্রম র্যাগিংয়ের পর্যায়ে পড়ে; যা শৃঙ্খলা পরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধ। পরবর্তীতে এ ধরনের কার্যক্রম অর্থাৎ র্যাগিংয়ের সঙ্গে জড়িত প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ম অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেবে।

এ বিষয়ে পরিবহণ প্রশাসক সহযোগী অধ্যাপক তারেক বিন আতিক বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি অনাবাসিক বিশ্ববিদ্যালয়। ফলে অনেক শিক্ষার্থী বাসে আসা-যাওয়া করেন। কিন্তু বাসে যাতায়াতকারী প্রথম বর্ষের শিক্ষার্থীদের হেনস্তা করা হচ্ছে। ইতোমধ্যে আমরা দুইটি অভিযোগ পেয়েছি। এ অভিযোগের ভিত্তিতে বিজ্ঞপ্তিসহ ক্যাম্পাসে বাসেও র্যাগিং বন্ধের ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, আমরা চাই এই বাস এবং ক্যাম্পাসে র্যাগিং বন্ধ হোক। এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এই সম্পর্কিত আরো