বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শ্রীলঙ্কাকে সমর্থন করা নিয়ে লিটন বললেন, দেখা যাক রোগী মৃত্যুকে কেন্দ্র করে ইবনে সিনা হাসপাতালে ভাঙচুর-সংঘর্ষ বিএনপি সবসময় নারী জাগরণ ও অগ্রযাত্রায় অঙ্গীকারবদ্ধ -ইলিয়াসপত্নী লুনা কোম্পানীগঞ্জে সরকারি বালু লুটপাটের অভিযোগে ইউপি সদস্য সাময়িক বহিষ্কার পদত্যাগ করলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হক নির্বাচনি সীমানা পুনর্নির্ধারণ: ফরিদপুর-৪ আসন ফিরিয়ে দিতে হাইকোর্টের রুল বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল ও ভবিষ্যতমুখী সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর পোশাকের নিচের তিলের খবরও জানে এআই! উচ্চ বা নিম্ন কোনো কক্ষেই পিআর পদ্ধতি চায় না বিএনপি
advertisement
ক্যাম্পাস

ইউপিজি লিডারশীপ প্রোগ্রামে দক্ষিণ এশিয়ায় বিজয়ী শাবিপ্রবি শিক্ষার্থী রাজু

ইউনাইটেড পিপল গ্লোবালের (ইউপিজি) লিডারশীপ প্রোগ্রামে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. ইব্রাহীম আলী রাজু। এর ফলে ফুল ফান্ডেড স্কলারশিপে যুক্তরাষ্ট্রের হারিকেন আইল্যান্ডে সপ্তাহব্যাপী লিডারশীপ ট্রেইনিংয়ে অংশ নিবেন তিনি।

জানা যায়, ২০২৪ সালে এই প্রোগ্রামের জন্য সারা বিশ্ব থেকে ১৩ হাজারেরও বেশি আবেদনকারীর মধ্য থেকে ১ হাজার জনকে অনলাইনে নয় সপ্তাহব্যাপী প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়। প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে ৫‘শ জনকে সার্টিফাইড লিডার হিসেবে ঘোষণা করা হয়। এর মধ্যে নেতৃত্বগুণ, দক্ষতা ও সক্রিয় অংশগ্রহণের ভিত্তিতে সর্বোত্তম ৬০ জনকে যুক্তরাষ্ট্রের হারিকেন আইল্যান্ডে এক সপ্তাহব্যাপী বিশেষ লিডারশিপ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়। বিশ্বের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে উন্মুক্ত ভোটের মাধ্যমে ২ জন প্রতিনিধি নির্বাচিত করা হয়। দক্ষিণ এশিয়ার অন্যতম প্রতিনিধি হিসেবে বাংলাদেশ থেকে ইব্রাহীম আলী রাজু নির্বাচিত হয়েছেন এবং তিনি হারিকেন আইল্যান্ডে এই অঞ্চলের প্রতিনিধিত্ব করবেন।

এ বিষয়ে মো. ইব্রাহীম আলী রাজু বলেন, ‘এ জয় আমি উৎসর্গ করছি দেশের প্রতিটি মানুষকে, যারা একটি করে ভোট দিয়ে, দোয়া করে, শুভকামনা জানিয়ে আমার পাশে ছিলেন। এটা শুধুই আমার সাফল্য নয়, এটা বাংলাদেশের, আমাদের যুবসমাজের এবং আমাদের টেকসই স্বপ্নের জয়।’ তিনি আরো বলেন, এ যাত্রায় অনেক মানুষের সহযোগিতা পেয়েছি। আমি তাদের কাছে কৃতজ্ঞ। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবো, এটা আমার জন্য সৌভাগ্যের।’

দক্ষিণ এশিয়ার প্রতিনিধি হওয়ার সুযোগ পাওয়ায় রাজুকে অভিনন্দন জানিয়ে ইউপিজি সাস্টেইনিবিলিটি টিমের লিজেল ভিলালন ক্যাসেলা বলেন, কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের সহিত কাজের মধ্য দিয়ে রাজু এ পর্যায়ে এসেছে। এটা সত্যিই প্রশংসনীয়। তার আগামীর পথচলায় ইউপিজি টিম সব সময় পাশে থাকবে। তার উজ্জল ভবিষ্যত কামনা করি।

ইউপিজি একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম যা নাগরিক নেতৃত্বের মাধ্যমে টেকসই উন্নয়নকে উৎসাহিত করে। হারিকেন আইল্যান্ড লিডারশীপ প্রোগ্রাম হলো তাদের সহযোগী সংগঠন যেখানে তরুণদের মাঝে দক্ষ নেতৃত্বে গড়ে তোলা হয়।

এই সম্পর্কিত আরো

শ্রীলঙ্কাকে সমর্থন করা নিয়ে লিটন বললেন, দেখা যাক

রোগী মৃত্যুকে কেন্দ্র করে ইবনে সিনা হাসপাতালে ভাঙচুর-সংঘর্ষ

বিএনপি সবসময় নারী জাগরণ ও অগ্রযাত্রায় অঙ্গীকারবদ্ধ -ইলিয়াসপত্নী লুনা

কোম্পানীগঞ্জে সরকারি বালু লুটপাটের অভিযোগে ইউপি সদস্য সাময়িক বহিষ্কার

পদত্যাগ করলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হক

নির্বাচনি সীমানা পুনর্নির্ধারণ: ফরিদপুর-৪ আসন ফিরিয়ে দিতে হাইকোর্টের রুল

বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল ও ভবিষ্যতমুখী সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা

পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

পোশাকের নিচের তিলের খবরও জানে এআই!

উচ্চ বা নিম্ন কোনো কক্ষেই পিআর পদ্ধতি চায় না বিএনপি