শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দেশ অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র চলছে: জামায়াত আমির চলমান হামলার ঘটনায় নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র বলছে বিএনপি নিরাপত্তা জোরদার সিলেটস্থ ভারতীয় হাইকমিশনে সিলেটে সাংবাদিকদের উপর হামলার চেষ্টা, পুলিশ হেফাজতে যুবক ডেভিল হান্ট ফেইজ-২: মৌলভীবাজারে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার কানাইঘাটে ৯৫০পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি সহ ৩জন গ্রেফতার শান্তিগঞ্জে ঈসালে সাওয়াব উপলক্ষে নাশিদ সন্ধ্যা ও শীতবস্ত্র বিতরণ হাদির মৃত্যুতে কুলাউড়ায় ছাত্র-জনতার এক ঘন্টা ব্লকেড কর্মসূচি, বিচার দাবি শরীফ ওসমান হাদীর মত্যুতে সুবিপ্রবি'র ভাইস চ্যান্সেলর এর শোক
advertisement
অর্থ-বাণিজ্য

যে ২৪ আর্থিক-নাগরিক সেবায় আয়কর রিটার্ন বাধ্যতামূলক

সরকার ২৪টি আর্থিক ও নাগরিক-সেবায় আয়কর রিটার্ন বাধ্যতামূলক করেছে। ১০ লাখ টাকার বেশি মেয়াদি আমানত সঞ্চয়পত্র এবং ২০ লাখ টাকার ঋণ গ্রহণের ক্ষেত্রে এখন থেকে বাধ্যতামূলকভাবে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দিতে হবে।

রোববার (৩ আগস্ট) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সরকার ঘোষিত গেজেট অনুযায়ী আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা আরও কঠোরভাবে বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক এরই মধ্যে দেশের তফসিলি সব ব্যাংকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, মোট ২৪টি আর্থিক ও নাগরিক সেবা গ্রহণে সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্ধারিত অর্থবছরের আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রমাণপত্র ব্যাংকে দাখিল করতে হবে। শুধু ঋণ বা আমানতের ক্ষেত্রেই নয়, জমি কেনাবেচা, ট্রেড লাইসেন্স, গ্যাস-বিদ্যুৎ সংযোগ, ডিস্ট্রিবিউটরশিপ, এমনকি শিশুকে ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তির ক্ষেত্রেও রিটার্ন দাখিলের প্রমাণ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।

যেসব ক্ষেত্রে রিটার্ন দাখিল বাধ্যতামূলক

১. ২০ লাখ টাকার বেশি ঋণ গ্রহণ করলে।

২. কোনো কোম্পানির পরিচালক বা স্পন্সর শেয়ারহোল্ডার হলে।

৩. আমদানি নিবন্ধন সনদ বা রপ্তানি নিবন্ধন সনদ গ্রহণ অথবা নবায়ন করলে।

৪. সিটি করপোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স নবায়ন করতে।

৫. সাধারণ বিমার তালিকাভুক্ত সার্ভেয়ার লাইসেন্স নবায়ন করতে।

৬. সিটি করপোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় জমি, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিক্রয় বা লিজ বা হস্তান্তর বা বায়নানামা বা আমমোক্তারনামা নিবন্ধন করতে।

৭. চিকিৎসক, দন্তচিকিৎসক, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, চাটার্ড সেক্রেটারি, আইনজীবী ও কর আইনজীবী, একচুয়ারি, প্রকৌশলী, স্থপতি, সার্ভেয়ার হিসেবে কোনো স্বীকৃত পেশাজীবী সংস্থার সদস্যপদ নবায়ন করতে।

৮. মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) আইন ১৯৭৪-এর অধীন নিকাহ রেজিস্ট্রার, হিন্দু বিবাহ নিবন্ধন আইন, ২০১২-এর অধীন হিন্দু বিবাহ নিবন্ধক ও বিশেষ বিবাহ আইন ১৮৭২-এর রেজিস্ট্রার হিসেবে লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন করতে।

৯. ট্রেডবডি ও কোনো বাণিজ্যিক সংগঠনের সদস্যপদ প্রাপ্তি অথবা নবায়ন করতে।

১০. স্ট্যাম্প, কোর্ট ফি ও কার্টিজ পেপারের ভেন্ডর বা দলিল লেখক হিসেবে লাইসেন্স নবায়নে।

১১. ড্রাগ লাইসেন্স, ফায়ার লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বিএসটিআই লাইসেন্স, বন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্স, কাস্টমস এজেন্ট লাইসেন্স, ফ্রেইট ফরওয়ার্ডিং লাইসেন্স ও বায়িং হাউজ নিবন্ধন গ্রহণ ও নবায়নে।

১২. যেকোনো এলাকায় গ্যাসের বাণিজ্যিক এবং শিল্প সংযোগ প্রাপ্তি ও বহাল রাখতে।

১৩. সিটি করপোরেশন এলাকায় আবাসিক গ্যাস সংযোগ প্রাপ্তিতে।

১৪. সিটি করপোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রাপ্তিতে।

১৫. লঞ্চ, স্টিমার, মাছ ধরার ট্রলার, কার্গো, কোস্টার, ডাম্ব-বার্জসহ যে কোনো প্রকারের ভাড়ায় চালিত নৌযানের সার্ভে সার্টিফিকেট গ্রহণ ও নবায়নে।

১৬. পরিবেশ অধিদপ্তর বা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ইট উৎপাদনের অনুমতি গ্রহণ ও নবায়নে।

১৭. সিটি করপোরেশন, জেলা সদর বা পৌরসভায় অবস্থিত ইংরেজি মাধ্যম স্কুলে শিশু বা পোষ্য ভর্তিতে।

১৮. কোম্পানির এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশিপ গ্রহণে ও নবায়নে।

১৯. আগ্নেয়াস্ত্রের লাইসেন্স গ্রহণ ও নবায়নে।

২০. আমদানির উদ্দেশ্যে ঋণপত্র খোলায়।

২১. ১০ (দশ) লক্ষাধিক টাকার মেয়াদি আমানত খোলায় ও বহাল রাখতে।

২২. ১০ (দশ) লক্ষাধিক টাকার সঞ্চয়পত্র ক্রয়ে।

২৩. পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ, সিটি করপোরেশন বা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে।

২৪. ব্যবস্থাপনা বা প্রশাসনিক বা উৎপাদন কার্যক্রমের তত্ত্বাবধানকারী পদমর্যাদায় কর্মরত ব্যক্তির বেতন-ভাতাদি প্রাপ্তিতে।

কর সচেতনতায় আরও এক ধাপ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে সমন্বয় করে এই উদ্যোগ বাস্তবায়ন করছে বাংলাদেশ ব্যাংক। লক্ষ্য হচ্ছে, আয়কর রিটার্ন দাখিলে জনসচেতনতা বৃদ্ধি ও কর জালের পরিধি বাড়ানো। এতে করে দেশের রাজস্ব আহরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং শৃঙ্খলা নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

এই সম্পর্কিত আরো

দেশ অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র চলছে: জামায়াত আমির

চলমান হামলার ঘটনায় নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র বলছে বিএনপি

নিরাপত্তা জোরদার সিলেটস্থ ভারতীয় হাইকমিশনে

সিলেটে সাংবাদিকদের উপর হামলার চেষ্টা, পুলিশ হেফাজতে যুবক

ডেভিল হান্ট ফেইজ-২: মৌলভীবাজারে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

কানাইঘাটে ৯৫০পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি সহ ৩জন গ্রেফতার

শান্তিগঞ্জে ঈসালে সাওয়াব উপলক্ষে নাশিদ সন্ধ্যা ও শীতবস্ত্র বিতরণ

হাদির মৃত্যুতে কুলাউড়ায় ছাত্র-জনতার এক ঘন্টা ব্লকেড কর্মসূচি, বিচার দাবি

শরীফ ওসমান হাদীর মত্যুতে সুবিপ্রবি'র ভাইস চ্যান্সেলর এর শোক